শৃঙ্খলা আনতে একীভূত কোনো কাজে আসবে কি?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ১৬:০৯
দীর্ঘদিন ধরেই নানান সমস্যায় ভুগছে দেশের আর্থিক খাত। একটি দেশের আর্থিক খাতের বিভিন্ন দিক থাকে। তার মধ্যে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অন্যতম। অনিয়ম, অব্যবস্থাপনা আর খেলাপিঋণের কারণে দীর্ঘদিন ধুঁকছে এসব আর্থিক প্রতিষ্ঠান। এর মধ্যে কিছু ব্যাংক ভালো অবস্থানে থাকলেও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা করুণ।
অনিয়ম-অব্যবস্থাপনার সঙ্গে উচ্চ খেলাপিঋণ, সবমিলিয়ে চরম আস্থার সংকটে দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)। ফলে একদিকে যেমন দিন দিন আমানত কমছে, অন্যদিকে আমানতকারীও হারাতে শুরু করেছে। যদিও ব্যাংকখাতে স্থিতিশীলতা ফেরাতে এরই মধ্যে পাঁচ দুর্বল ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। তবে দুর্বল এনবিএফআইয়ের বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ ব্যাংক।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- একীভূত
- কাজ
- শৃঙ্খলা