You have reached your daily news limit

Please log in to continue


ইমরান এলেন জীবনসঙ্গী নিয়ে, অবন্তীর স্বামী দেশের বাইরে

দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের প্রধান ও আকর্ষণীয় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৩ দেওয়া হয় গতকাল শুক্রবার। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে আয়োজিত হয় অনুষ্ঠান। লালগালিচায় হেঁটেছেন নবীন, প্রবীণ ও খ্যাতিমান সব তারকা। লালগালিচায় তাঁদের মজার সেই গল্পগুলো রইল।

গত বছর বিয়ের পিঁড়িতে বসেছেন গায়ক ইমরান মাহমুদুল। প্রতিবার একা এলেও এবার সঙ্গে বউকে নিয়ে হাজির এই গায়ক। বউকে নিয়েই ফ্রেমবন্দী হওয়ার জন্য সামনে গেলেন। দেখা গেল পেছনে বউ নেই। তখনো গাড়ি থেকেই নামেননি তাঁর স্ত্রী। পরে ইমরান স্ত্রীকে ডেকে নিয়ে ফ্রেমবন্দী হলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন