আট বছর বয়সেই ভিডিও বানিয়ে জিতল পুরস্কার
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আট বছরের এক শিশু বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফারের খেতাব জিতেছে। একটি ড্রোন ফুটেজের জন্য সে এজেডড্রোনফেস্ট ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে এই পুরস্কার জিতেছে। আর এই পুরস্কার জেতার মাধ্যমে সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
লুইসা রয়ের নামের ওই শিশু ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইভান্সভিল ডে স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় বেড়াতে গিয়ে ড্রোনে ভিডিও তৈরি করে সে। পরে তার এক শিক্ষক ওই ভিডিও ফুটেজ চলচ্চিত্র উৎসবে জমা দেওয়ার পরামর্শ দেন।