ফিলিস্তিনের স্বীকৃতি হামাসের জন্য উপহার নয়: বোরেল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ০৯:৫৩
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসের জন্য উপহার নয়, বরং তার বিপরীত কিছু। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করা মানে হামাসকে শক্তিশালী করা নয় বরং এর পুরোপুরি বিপরীত। আমাদের লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি সমাজের সেই অংশটিকে শক্তিশালী করা, যাদের আমরা স্বীকৃতি দিই এবং যাদের সঙ্গে আমরা কাজ করি।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার স্পেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখনই কেউ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে তাকে ইহুদিবিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- স্বীকৃতি
- ফিলিস্তিন
- জোসেফ বোরেল