শুধু এক আঙুল নাড়াতে পারেন, সেই যোবায়ের এখন সফল ফ্রিল্যান্সার

প্রথম আলো প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১৯:৩১

২৪ বছর বয়সী মো. যোবায়ের হোসেনকে দেখলে যে কারোর বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের শারীরিক অবস্থার কথা মনে পড়বে। হুইলচেয়ারে যেন এক জড় অবয়ব। চলনশক্তি নেই বললেই চলে—শুধু ডান হাতের বৃদ্ধাঙ্গুল সামান্য নাড়াতে পারেন। এই বৃদ্ধাঙ্গুল দিয়ে তিনি কম্পিউটারে মাউস নাড়ান। মস্তিষ্ক যেহেতু সচল, তাই মাউস দিয়ে সৃজনশীল কাজে মগ্ন থাকেন শারীরিক প্রতিবন্ধী যোবায়ের। 


১৪ মে দুপুরে কুমিল্লা শহরের মোগলটুলিতে যোবায়েরের বাড়িতে গিয়ে দেখা গেল ছোট একটা ঘরে বসে বেলজিয়ামের একটি প্রতিষ্ঠানের পণ্যের ক্যাটালগের নকশা করছেন। আঙুল নাড়িয়ে, মাউস দিয়ে কম্পিউটারে কাজ করেন তিনি। এভাবে কাজ করে তিনি এখন মাসে আয় করেন ৩০ হাজার টাকার বেশি। মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে কুমিল্লায় বসে করেন বিদেশি গ্রাহকদের কাজ। তিন–চার বছরে তিনি প্রায় ৫০ দেশের ৩০০টির বেশি কাজ করেছেন। এককথায় যা অভাবনীয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও