‘সব কিছুতেই আগুন জ্বলা দাম, আর পেরে উঠছি না’
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১৭:৫৮
বাজারে এলেই ঘাম ছুটে যায়। সব কিছুতেই আগুন জ্বলা দাম! যে জিনিসের মূল্য জিজ্ঞেস করি, সেটারই দাম বাড়তি। সবকিছুর দাম বৃদ্ধিতে নিজের সামান্য আয় দিয়ে আর পেরে উঠছি না। এভাবে কী চলা যায়?
এভাবেই আক্ষেপের সুরে সবজির বাজারে ক্রমশ দাম বৃদ্ধির বর্ণনা দিচ্ছিলেন দিনমজুর রবিউল ইসলাম। তিনি জানান, কোনোদিনই ব্যাগটা ভরে বাসায় বাজার নিতে পারি না। চারটা জিনিস কিনতে আসলে কিনতে হয় সর্বোচ্চ তিনটা জিনিস। অনেক সময় চোখে দেখেই মন ভরাতে হয়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দাম
- বাজারে
- আগুন