ফিফার রিপোর্টে আসল সালাউদ্দিনের নামও
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১৭:১৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক বিষয়াদি ফিফা তদন্ত করেছে বেশ কয়েক বছর ধরেই। গত বছর ১৪ এপ্রিল বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপরও তদন্ত অব্যাহত রেখেছিল ফিফার এথিকস কমিটির এডজুডিকেটরি চেম্বার।
ফিফার ইনভেস্টগরি চেম্বার সেই তদন্তের আলোকে গতকাল বাফুফের দুই স্টাফকে দুই বছরের নিষেধাজ্ঞা, সোহাগকে আবার তিন বছর নিষেধাজ্ঞা দিয়েছে। স্টাফদের অনিয়ম এবং আর্থিক কর্মকান্ডের সঠিক তদারকির অভাবে ১৩ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রা) জরিমানার মুখে পড়েছেন ফেডারেশনের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
- ট্যাগ:
- খেলা
- ফিফা
- রিপোর্ট
- কাজী সালাউদ্দিন