‘যদি সামান্য কয়টা রান করতে না পারেন, তবে আর কী বলব’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১৭:১৩
‘কি ভাই, খুব তো আমাকে দুষেছেন! দল হারলেই সব দায়দায়িত্ব আমার ও আমাদের নির্বাচকদের ওপর চাপিয়ে যা খুশি তাই বলতেন। আমাদের গোষ্ঠী উদ্ধার করেছেন। ভাবখানা এমন ছিল, দল সাজানো ও ক্রিকেটার নির্বাচনে ভুল ছিল বলেই ব্যর্থ টিম বাংলাদেশ। আর কারো কোনো দায় নেই। সব দায়-দায়িত্ব আমাদের। জাতীয় দলের ব্যর্থতার জন্য আমরা নির্বাচকরাই দায়ী। এখন কাকে বলবেন এসব কথা?’
‘আসলে খুঁটিয়ে দেখলে আপনারা দেখবেন, শুধু নির্বাচকদের ওপর দোষ চাপিয়ে লাভ নেই। লক্ষ্য-পরিকল্পনা আর মাঠের অ্যাপ্রোচ ও অ্যাপ্লিকেশন ভালো হওয়াই সবচেয়ে বেশি জরুরি।’