গাড়ির ত্রুটি শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ফোর্ড
বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থিতি দেখা যাচ্ছে। আর তাই চাকরি থেকে শুরু করে আর্থসামাজিক সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কী প্রভাব ফেলবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিস্তর আলোচনা। এবার সত্যি সত্যিই মানুষের চাকরি নিজেদের দখলে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড নিজেদের গাড়ি উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে। নিজেদের কারখানায় তৈরি করা গাড়ির গুণগত মান পরীক্ষার জন্য মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুল ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।
ফোর্ডের বিভিন্ন গাড়ির গুণগত মান নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ করেন ব্যবহারকারীরা। গত কয়েক বছরে বিভিন্ন মডেলের গাড়ি বাজারে আনার পর ত্রুটি দেখা দেওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে প্রতিষ্ঠানটি। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের মাধ্যমে উৎপাদনের সময়ই গাড়ির বিভিন্ন ত্রুটি শনাক্ত করতে চায় ফোর্ড।