You have reached your daily news limit

Please log in to continue


পদায়ন হয় না যথাযথ, বিফলে আমলাদের প্রশিক্ষণ

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে জ্বালানি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নিয়েছেন উপসচিব মোহাম্মদ রুবায়েত খান। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে করেছেন এমএ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ করেছেন। দায়িত্ব পালন করছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে। পরে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বদলি করা হয়।

এ কর্মকর্তার লেখাপড়া ও প্রশিক্ষণ যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ ছিল না এসব স্থানে। গত বছরের শেষ দিকে রুবায়েত খানকে অর্থ মন্ত্রণালয়ে পদায়নের অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। পরে রুবায়েত খানকে পদায়ন করা হয় অর্থ মন্ত্রণালয়ে। তিনি এখন অর্থ বিভাগের বাজেট শাখায় কর্মরত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন