![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252Fec1adc08-2eb8-4963-9733-176f297a6030%252F24ba1af5_a5ba_4721_a985_68d780c40da6.jpg%3Frect%3D0%252C0%252C715%252C477%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
‘সংসদ সদস্য আজীমকে খুনের জন্য কয়েকজনকে ভাড়া করা হয়, তাঁরা আগেই যান ফ্ল্যাটে’
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১৯:১৬
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে (আনার) খুনের জন্য ‘মূল পরিকল্পনাকারী’ আক্তারুজ্জামান একজনকে ভাড়া করেছিলেন বলে জানিয়েছে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো। সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ নামধারী ব্যক্তি এ কথা জানিয়েছেন। পরে আমানুল্লাহ ভাড়া করেন মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলীকে।
এই দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। এই ঘটনায় জিহাদ ও সিয়াম নামের আরও দুজনের নাম এসেছে। সিয়াম এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- খুন
- ভাড়া
- সংসদ সদস্য