![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252Fb27407ec-d403-4cd5-9327-c657654bd0aa%252FCoach_Canana__1_.jpg%3Frect%3D90%252C0%252C1224%252C816%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচ ছাঁটাই করল কানাডা
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১৬:২২
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে কানাডা। টুর্নামেন্ট শুরু হতে আর ১০ দিনও বাকি নেই। বাংলাদেশ সময় আগামী ২ জুন ডালাসে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপ সামনে রেখে বেশির ভাগ দল যখন প্রস্তুতি শুরু করে দিয়েছে, ঠিক তখনই প্রধান কোচ পুবুদু দাসানায়াকেকে ছাঁটাই করল কানাডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিসিএ)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ দাসানায়াকেকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে।
- ট্যাগ:
- খেলা
- ছাঁটাই
- টি২০ বিশ্বকাপ
- কোচ