![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252Faeb4cf01-1605-4d73-9ffc-a644a78a5637%252F92cdba08_78c6_4bf8_a80f_f54d4d72e173.jpg%3Frect%3D167%252C0%252C1350%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
উপস্থাপকের পাশে নজর কেড়েছেন ঈশিতা, তিশা, বাঁধনরাও
দেশের বিনোদন অঙ্গনের জন্য ১৯৯৯ সালটি ছিল বিশেষ। সেবারই প্রথম বছরজুড়ে প্রচারিত টেলিভিশন নাটক, মুক্তি পাওয়া সিনেমার কলাকুশলীদের মূল্যায়ন করতে যাত্রা শুরু করে মেরিল-প্রথম আলো পুরস্কার। এই আয়োজনে বিশেষভাবে গুরুত্ব পায় উপস্থাপনা। এমনকি এই আয়োজনে নজর কাড়েন সঞ্চালকের সহকারীও। এই ধারাবাহিকতায় পরবর্তী বছরগুলোতেও আয়োজকদের পক্ষ থেকে সঞ্চালকের সহকারীদের গুরুত্ব দিয়ে আয়োজনে যুক্ত করা হতো। এসব তরুণ অভিনয়শিল্পী পরবর্তী সময়ে মিডিয়া অঙ্গনে ডানা মেলেছেন।
১৯৯৯ সালে প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কারের দিকে চোখ ছিল দেশের বিনোদন অঙ্গনের মানুষদের। কে হচ্ছেন কান্ডারি, এটা নিয়ে কৌতূহল ছিল সবার মনে। চমক হিসেবে উপস্থাপনার দায়িত্ব নিয়ে সামনে আসেন ছোট পর্দার নন্দিত জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। সেই আসরে এই জুটির সহকারী ছিলেন অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। তিনি সে সময় তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে প্রতিভাবান ও সম্ভাবনাময় ছিলেন।
- ট্যাগ:
- বিনোদন
- মেরিল–প্রথম আলো পুরস্কার