সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজে ঝাঁকুনির সেই ভয়ংকর মুহূর্ত নিয়ে যা বললেন যাত্রীরা

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৯:৪২

মাঝ আকাশে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়া সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজটির যাত্রীরা তাঁদের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, ঝাঁকুনির সময় উড়োজাহাজের ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রচণ্ড ঝাঁকুনিতে উড়োজাহাজের ভেতরে যাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়েছিলেন। মালামালগুলোরও একই অবস্থা হয়েছে।


গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আকাশে প্রতিকূল পরিস্থিতির (টারবুলেন্স) কবলে পড়ে। এ সময় ৭৩ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জিওফ কিচেনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক যাত্রী। উড়োজাহাজটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও