![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252Fd1b27d8e-e083-4b58-b891-28118a8f424d%252FMicrosoft.png%3Frect%3D192%252C0%252C1035%252C690%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
বিল্ড সম্মেলনে যেসব ঘোষণা দিল মাইক্রোসফট
গতকাল মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হয়েছে মাইক্রোসফটের বিল্ড সম্মেলন। ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য আয়োজিত বিশেষ এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা ও টুল তৈরির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য সেবাগুলো দেখে নেওয়া যাক—
টিম কোপাইলট
সম্মেলনের শুরুতেই ভিডিও সম্মেলন করার সফটওয়্যার ‘মাইক্রোসফট টিমস’–এ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘টিম কোপাইলট’ সুবিধা যুক্তের ঘোষণা দেওয়া হয়। টিম কোপাইলট মূলত মাইক্রোসফট টিমসে বৈঠক চলাকালে এআই সহকারী হিসেবে কাজ করবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে বৈঠকের সারাংশ জানার পাশাপাশি সব বক্তার আলোচনা লিখিত আকারে দেখা যাবে। আর তাই বৈঠকে পরে অংশ নিলেও সহজে সব তথ্য জানা যাবে। মাইক্রোসফট টিমসের চ্যাট অপশনেও টিম কোপাইলট ব্যবহার করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মাইক্রোসফট
- ঘোষণা
- সম্মেলন