You have reached your daily news limit

Please log in to continue


জননিরাপত্তামন্ত্রী লামকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিল ভিয়েতনাম

একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামের জননিরাপত্তামন্ত্রী তো লাম দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বুধবার ভিয়েতনামের পার্লামেন্ট তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর মধ্য দিয়ে পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে লাম এক ধাপ এগিয়ে গেছেন।

গত সোমবার ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি ত্রান থান মানকে নিয়োগ দেওয়া হয়। আর এরপর আজ বুধবার লামকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই মাস ধরে চলা রাজনৈতিক উত্তেজনার আপাতত অবসান হবে বলে আশা করা হচ্ছে। পাঁচ শীর্ষ নেতার মধ্যে তিনজনের পদত্যাগকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন