![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252Ff2fc84d9-4a94-4a96-a8f4-3f0b8e4c73f5%252FPALESTINIANS_GAZA_ZEITOUN.webp%3Frect%3D0%252C0%252C640%252C427%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
জাবালিয়ায় বাড়ি-হাসপাতালে ও রাফায় ইসরায়েলি হামলা, বহু প্রাণহানি
প্রথম আলো
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৫:৪২
ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়ায় গতকাল মঙ্গলবার জোরালো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাসপাতালে হামলা হয়েছে। স্থানীয় লোকজন জানান, ট্যাংক ও বিমান হামলায় ধ্বংস করা হয়েছে আবাসিক এলাকা। অন্যদিকে গাজার দক্ষিণে রাফায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
এ মাসে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে একযোগে ইসরায়েলি হামলার জেরে নতুন করে লাখো মানুষ উদ্বাস্তু হয়েছেন। মানবিক সহায়তা পৌঁছানোর পথ অনেকটাই রুদ্ধ করা হয়েছে। ফলে সেখানকার মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হামলা
- ইসরায়েল
- প্রাণহানি