You have reached your daily news limit

Please log in to continue


বাস্তবতাকে হার মানানোর ‘কালপুরুষ’র মুক্তি কবে?

বাস্তবতা ও যুক্তিকে হার মানানো এক গল্প নিয়ে চরকিতে মুক্তি পাচ্ছে ‘কালপুরুষ’ ওয়েব সিরিজ। সালজার রহমান পরিচালিত সিরিজটি মুক্তি পাচ্ছে আগামীকাল (২৩ মে) রাত ৮টায়। এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমীন, জয়ন্ত চট্যোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তি উর্বি, সুষমা সরকার , রেজওয়ান পারভেজ ,জান্নাতুল মাওয়া লাজুক সহ আরও অনেকে।

সময়হীন পরিচয়হীন এক রহস্যময় চরিত্র শেহজাদ চৌধুরী যেই চরিত্রে পর্দায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘কালপুরুষ -এর গল্প ও আমার চরিত্র দুটোই একদম ইউনিক। আমাদের এখানে এমন জনরার কাজ খুব কম হয়। সেই সাথে পরিচালক সালজার ও সহশিল্পীরা প্রত্যেকেই তাদের বেস্ট দেয়ার চেষ্টা করেছেন এখানে। এখন অপেক্ষা দর্শককের কাছে সিরিজটা পৌঁছানোর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন