মাকে হাসপাতালে রেখে প্লে অফে খেলেছেন গুরবাজ
ডেইলি স্টার
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৩:২৯
পেশাদার ক্রিকেটারদের কত কিছুই ত্যাগ করতে হয়। কলকাতার রহমানউল্লাহ গুরবাজ যখন প্রথম কোয়ালিফায়ার খেলতে আহমেদাবাদের মাঠে, তখন তার মা আফগানিস্তানের এক হাসপাতালে ভর্তি। অসুস্থ মায়ের পাশে থাকতে টুর্নামেন্টের মাঝখানে চলে গিয়েছিলেন তিনি দেশে। কিন্তু দ্বিতীয় পরিবারের ডাকে আবার ফিরে এসেছেন।
মঙ্গলবার ফাইনালে জায়গা করে নেওয়ার ম্যাচে ১৪ বলে ২৩ রান করে আউট হয়েছেন আফগানিস্তানের এই ব্যাটার। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে গুরবাজ শোনান, 'আমার মা এখনও হাসপাতালে আছেন এবং আমি সবসময়ই তার সঙ্গে কথা বলছি। তবে এটাও (কেকেআর) আমার পরিবার। আমার মা এবং কেকেআর পরিবার- দুটোকেই আমার ম্যানেজ করতে পারা উচিত। এটা কঠিন, কিন্তু তবুও ম্যানেজ করে যাওয়া আমার প্রয়োজন।'