সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি
প্রথম আলো
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১২:১৮
বর্তমানে উৎপাদন পর্যায়ে দেশীয় টাইলসের ওপর ১৫ শতাংশ ও স্যানিটারি পণ্যে ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ রয়েছে। এই শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে উৎপাদন খরচ বেড়েছে। ফলে শুল্ক প্রত্যাহার করা হলে এসব পণ্যের দাম কমবে।
আগামী ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করা হবে। আগামী বাজেটে বিবেচনার জন্য গত ফেব্রুয়ারি মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বেশ কিছু প্রস্তাব দেয় বাংলাদেশ সিরামিক উৎপাদক ও রপ্তানি সমিতি (বিসিএমইএ)। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—কাঁচামাল ও উপকরণ আমদানি পর্যায়ে অতিরিক্ত শুল্ক-কর প্রত্যাহার, কাঁচামাল আমদানি পর্যায়ে অপচয় বিবেচনায় নেওয়া, বিদেশি সিরামিক পণ্য আমদানিতে ন্যূনতম ট্যারিফ মূল্যবৃদ্ধিসহ প্রভৃতি বিষয়।