ডিমেনশিয়া চিকিৎসায় নতুন আশা জাগিয়েছেন বিজ্ঞানীরা
প্রথম আলো
প্রকাশিত: ২১ মে ২০২৪, ২১:০৯
ডিমেনশিয়া বা স্মৃতিক্ষয় রোগের কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য গত কয়েক দশক ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এবার ডিমেনশিয়া চিকিৎসায় বিশেষ ধরনের এক চিকিৎসাপদ্ধতি নিয়ে বেশ আশার কথা জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে কানাডার টরন্টোর ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের ক্রেমবিল গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ডন ওয়েভার বলেন, ‘ডিমেনশিয়া চিকিৎসায় নতুন সুযোগ তৈরি হচ্ছে। এই রোগের গবেষণা আগের চেয়ে দ্রুতগতিতে চলার পাশাপাশি আক্রান্ত রোগীদের চিকিত্সায় নতুন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
আলঝেইমার রোগীদের ৬০ থেকে ৭০ শতাংশই ডিমেনশিয়ায় আক্রান্ত হয়। যদিও এর কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। আমরা মস্তিষ্কের প্রোটিন সংক্রান্ত ত্রুটি সমাধানে কাজ করছি।’