তাজমহলকে কি টেক্কা দিতে পারবে ভারতের এই নতুন সমাধি?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ মে ২০২৪, ২০:০৮

চীনের দর্শনীয় স্থানগুলোর কথা মনে উঠলেই সবার প্রথমে যেমন ‘গ্রেট ওয়াল অব চায়না’ কথা চোখে ভেসে ওঠে, ফ্রান্স মানেই যেমন আইফেল টাওয়ার, তেমনি ভারত মানেই তাজমহল। বিশ্বখ্যাত সাদা মার্বেল পাথরের এই ‘স্মৃতিসৌধ’ দেখতে প্রতিবছর লাখ লাখ পর্যটক উত্তর প্রদেশের আগ্রা শহরে ভিড় জমান। এবার সেই শহরেই প্রতিযোগিতার মুখে সম্রাট শাহজাহানের তৈরি এই সপ্তাশ্চর্য। ব্যাপারটা কী?


বিষয়টির আবির্ভাব ‍মূলত রাধাসোয়ামি সৎসঙ্গ মন্দির ঘিরে। সাদা মার্বেলের নতুন এই সমাধিস্থলটিকে এখন অনেকেই তাজমহলের সঙ্গে তুলনা করছেন। তাজমহল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে দয়ালবাগের সোমিবাগে রাধাসোয়ামি সম্প্রদায়ের প্রতিষ্ঠিত ও সদ্য নির্মিত এই সমাধি আকৃষ্ট করছে ‍উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও