পানির নিচে ৯৩ দিন থেকে বয়স কমেছে ১০ বছরের সমান
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ মে ২০২৪, ১৮:৪০
একবার ভাবুন তো—পানির অনেক গভীরে আপনি তিন মাসেরও বেশি সময় একটি সাবমার্সিবলের মধ্যে অবস্থান করেছেন, আর ডাঙায় ফিরে আসার পর আবিষ্কার করলেন, জৈবিকভাবে আপনার বয়স অন্তত ১০ বছর কমে গেছে!
অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে ৫৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা জোসেফ দিতুরির ক্ষেত্রে। অবসরে গেলেও পানির সঙ্গে সম্পর্ক এখনো ধরে রেখেছেন তিনি। কয়েক মাস আগে তিনি আটলান্টিক মহাসাগরের তলদেশে একটি সাবমেরিনের সাহায্যে পানির নিচে টানা ৯৩ দিন অবস্থান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।