You have reached your daily news limit

Please log in to continue


আপনার সিম ৪জি গতির কি না জানবেন যেভাবে

বর্তমানে বেশিরভাগ দেশেই ৫জি গতির ইন্টারনেট ব্যবহার হচ্ছে। আমাদের দেশে অনেকদিন আগেই চালু হয়েছে ৪জি। জাপানে এরই মধ্যে ৬জি চালু হয়েছে। তবে আপনার সিম এখনো ৩জি নাকি ৪জি জানেন কি? এটা খুব সহজেই নিজের ফোন থেকে জেনে নিতে পারবেন।

রবি


গ্রাহক তার মোবাইলের কিপ্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে *১২৩*৪৪# লিখে ডায়াল বাটন চাপলে ফিরতি এসএমএস-এ জানিয়ে দেওয়া হয়, সিম ও সেটটি ফোরজি কি না। এয়ারটেল গ্রাহকরাও একইভাবে জানতে পারবেন। এছাড়া সিম বদলে ফোরজি সিম নিতে গ্রাহকের খরচ হবে ১০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন