You have reached your daily news limit

Please log in to continue


আলাস্কার নদীর পানি কমলা রঙের হয়ে যাচ্ছে কেন

নদীর পানি সাধারণত নীল বা কিছুটা ঘোলাটে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আর্কটিক ন্যাশনাল পার্কের কুতুক নদীর পানি অন্য সব নদীর মতো নয়। ধীরে ধীরে পুরো নদীর পানি কমলা রঙের হয়ে যাচ্ছে। কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে নতুন গবেষণায় দেখা গেছে, কুতুক নদীর পাশাপাশি আলাস্কার বেশ কয়েকটি নদীতে এখন কমলা রঙের পানি দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তর আলাস্কার ব্রুকস রেঞ্জের ৭৫টি স্থানে নদীর পানিতে মাত্রাতিরিক্ত কমলা রঙের দেখা মিলছে। পারমাফ্রস্ট গলানো খনিজের কারণেই এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পারমাফ্রস্ট মূলত বিশেষ ধরনের হিমায়িত ভূমি, যা বরফে আবৃত হওয়ার সময় বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সঞ্চয় করে রাখে।

জলবায়ু উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে হিমায়িত ভূমিতে থাকা খনিজ পদার্থের আকরিক পানিতে মিশে বিভিন্ন ধাতু ও অম্লতা তৈরি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন