বিশ্ব রেকর্ড গড়তে এই মাসেই বিমান থেকে লাফ দেবেন বাংলাদেশের আশিক

প্রথম আলো প্রকাশিত: ২১ মে ২০২৪, ১৬:৩৭

৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিতে যাচ্ছেন আশিক চৌধুরী। এ সময় আশিকের পিঠে থাকবে প্যারাস্যুট আর হাতে বাংলাদেশের পতাকা। ২৫ মে আবহাওয়া অনুকূল থাকলে যুক্তরাষ্ট্রের মেমফিসের একটি এয়ারফিল্ড থেকে এই বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা চালাবেন আশিক।


রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার অভিযানের পরিকল্পনা তুলে ধরেন আশিক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মা মাহমুদা পারভীন, বাবা হারুন চৌধুরী ও ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ। আশিকের এই প্রচেষ্টায় আর্থিক সহযোগিতা করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। সহযোগী হিসেবে আছে প্রথম আলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও