![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024May/lalmonirhat-upazilla-vote-210524-01-1716270949.jpg)
প্রথম দুই ঘণ্টায় ৭% ভোট পড়েছে: ইসি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ মে ২০২৪, ১৩:২৭
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলছে দেশের ১৫৬ উপজেলায়; দিনের প্রথম ভাগে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিত দেখা গেছে কম।
মঙ্গলবার ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী গড়ে ৭ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, এই ধাপের ১৫৬ উপজেলায় সকাল ৮টায় ‘সুষ্ঠুভাবে’ ভোট শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো ‘অপ্রীতিকর’ ঘটনার খবর আসেনি।