ভোটারশূন্য কেন্দ্রে লুডু খেলছেন ২ আনসার সদস্য
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ কার্যক্রম।
সরেজমিনে সকাল ৮টা থেকে থেকে ১১টা পর্যন্ত ঢাকার সাভার উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন একটা উপস্থিতি চোখে পড়েনি। ভোটারশূন্য কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্যদের মোবাইল ফোনে লুডু খেলেতেও দেখা গেছে। কোনো কোনো কেন্দ্রে ভোট শুরুর দুই ঘণ্টা পেরোলেও একটিও ভোট পড়েনি।
সকাল ১০টার দিকে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, দুইজন আনসার সদস্য মোবাইল ফোনে লুডু খেলছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে তারা জানান, ভোটার নেই, তাই তারা লুডু খেলছেন।