সদ্য চাকরিতে ঢুকেছেন? বেতন পাওয়ার পর কী করছেন?
প্রথম আলো
প্রকাশিত: ২১ মে ২০২৪, ১৩:১০
প্রথম চাকরি, প্রথম বেতন, প্রথমবারের মতো নিজের রোজগারে চলা। অনুভূতিটা একেবারেই আলাদা। বেতনের টাকা দিয়ে কী কী করা হবে, বেতন হাতে পাওয়ার আগে থেকেই তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা। নিজের জন্য, পরিবারের জন্য কত কিছুই তো করার ইচ্ছা থাকে। কিন্তু আনন্দের আতিশয্যে কিংবা আবেগের বশবর্তী হয়ে বেতনের সব টাকা চোখের নিমেষে খরচ করে ফেলা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। খরচ করবেন অবশ্যই, তবে ভেবেচিন্তে।
পরিকল্পনামাফিক প্রয়োজন মিটিয়ে নিন
নিজের বাজেট নিজেই করে ফেলুন। বেতনের ৫০ শতাংশের মধ্যেই জীবনের প্রয়োজনগুলো যাতে মিটিয়ে ফেলতে পারেন, সেই চেষ্টা করুন। বাড়িভাড়া, ইউটিলিটি বিল, বাজার খরচ, যাতায়াত খরচ—এক মাসের সব খরচই সেরে নিতে হবে এর মধ্যে।
- ট্যাগ:
- লাইফ
- বেতন
- নতুন চাকরি