‘শুয়ে-বসে দিনে ৩০০০ টাকা আয়’, বিদেশিদের জালে নামিদামিরা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ মে ২০২৪, ২০:৩৬

‘অভিনন্দন! প্রাথমিক বাছাইয়ে আপনি আমাদের কোম্পানিতে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। আপনার দৈনিক বেতন তিন হাজার টাকা। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ লিংকে যোগাযোগ করুন।’ সম্প্রতি অনেকে ব্যক্তিগত মোবাইল নম্বরে এমন খুদে বার্তা (এসএমএস) পেয়েছেন। এটি পেয়ে কেউ আনন্দে উদ্বেলিত হয়েছেন, আবার কেউ হয়েছেন বিভ্রান্ত। বেশি টাকা আয় করতে ‘চাকরি’র অফার লুফে নিয়েছেন অনেকে। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি প্রতিদিন তিন হাজার আর মাসে ৯০ হাজার টাকা ঘরে বসে আয় করা সম্ভব?


অনলাইনে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন নিয়ে অনুসন্ধানে নামে ঢাকা পোস্ট। সাধারণ নাগরিক হিসেবে যোগাযোগ করা হয় চাকরিদাতাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। তাদের পরামর্শে রেজিস্ট্রেশন করে শুরু হয় চাকরি। কাজ শুরুর দুদিনের মাথায় জানা গেল এটি চাকরি নয়, বিনিয়োগ করার একটি প্ল্যাটফর্ম। এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একবার বিনিয়োগ করলে আর টাকা ফেরত আসে না। মোটা অঙ্কের বিনিয়োগ করলে ছলে-বলে-কৌশলে ব্লক করে দেওয়া হয় অনলাইন (টেলিগ্রাম) গ্রুপ থেকে। এরপর সেই ‘চাকরিজীবী’ ওরফে বিনিয়োগকারী হয়ে পড়েন পুরোপুরি নিঃস্ব…।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও