ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। সানরাইজার্সের এই বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন বিরাট কোহলির আট বছরের পুরোনো রেকর্ড।
রোববার পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন তিনি। মাত্র ২১ বলে করেছেন অর্ধশতরান। ইনিংসে ৫টি ছক্কা মারেন এ বাঁহাতি ব্যাটার। লিগ পর্ব শেষে ৪১টি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় ব্যাটার এখন তিনি। পেছনে ফেলেছেন কিং কোহলিকে।