ভর্তুকি কমাতে বিদ্যুতের মূল্যবৃদ্ধিই কি একমাত্র পথ
সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি হ্রাস করার জন্য প্রতিবছর ৪ বার করে ৩ বছরে মোট ১২ বার বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা করেছে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে ৭ টাকা ৪ পয়সা। তবে ভর্তুকি প্রত্যাহার করা হলে এ দর ১২ টাকার ওপরে নিয়ে যেতে হবে। সে ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে গড়ে বিদ্যুতের দাম হবে প্রায় ১৫ টাকা, যা এখন ৮ টাকা ৯৫ পয়সা। (বছরে চারবার বাড়বে বিদ্যুতের দাম, প্রথম আলো, ৩ মে ২০২৪)
বিদ্যুতের ধারাবাহিক মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত এমন একটি সময়ে নেওয়া হলো, যখন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই মানুষ ব্যাপক চাপে রয়েছে। গত বছরের জানুয়ারি মাসে গ্যাসের দাম গড়ে ৮২ শতাংশ এবং বিদ্যুতের দাম জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন দফায় প্রতি মাসে গড়ে ৫ শতাংশ করে বাড়ানোর কারণে তা মূল্যস্ফীতিতে ব্যাপক ভূমিকা রাখে। (গ্যাসের মূল্যবৃদ্ধির চাপ ‘ভোক্তার ওপরই পড়বে, প্রথম আলো, ২৯ জানুয়ারি ২০২৩; বিদ্যুতের দাম বাড়ল ইউনিটপ্রতি গড়ে ৭০ পয়সা, প্রথম আলো, ২৯ ফেব্রুয়ারি ২০২৪)। এ বছরের মার্চে আবারও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ইউনিটপ্রতি ৭০ পয়সা বাড়ানো হয়।
- ট্যাগ:
- মতামত
- পথ
- বিদ্যুত
- মূল্যবৃদ্ধি