চুকনগর হত্যাকাণ্ড: হৃদয়বিদারক সেই দিনটি
আজ ২০ মে, বাংলাদেশের ইতিহাসে এক হৃদয়বিদারক দিন। বাংলাদেশের জন্মলগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এই বাংলার মানুষদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছিল, তারই এক জ্বলন্ত উদাহরণ এই ২০ মে। এই দিনে খুলনার চুকনগরে ঘটেছিল মুক্তিযুদ্ধের সময়কার সবচেয়ে বড় হত্যাকাণ্ড। সবচেয়ে কম পরিসংখ্যানেও দেখা যায়, ২০ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে অন্তত ১০ হাজার মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
১৯৭১ সালে বাংলাদেশে যে জেনোসাইড ঘটেছিল, তার আন্তর্জাতিক স্বীকৃতি আসতে শুরু করেছে। তবে এ কথা বলা যায়, এই স্বীকৃতির জন্য বিশ্ব দরবারে আমাদের পক্ষ থেকে যতটা গুরুত্বসহকারে বিষয়টি উপস্থাপনের দরকার ছিল, ততটা গুরুত্ব দেওয়া হয়নি। গত দুই বছরে জেনোসাইড নিয়ে কাজ করে, এমন বেশ কয়েকটি সংগঠন থেকে বাংলাদেশের জেনোসাইড স্বীকৃতি পাওয়ায় এ কথা বলা যায়, বিভিন্ন দেশের মানুষ এখন আর্মেনিয়া, রুয়ান্ডা, কম্বোডিয়া, কসোভোর পাশাপাশি বাংলাদেশে ঘটে যাওয়া জেনোসাইডের কথাও জানতে পারছে।
- ট্যাগ:
- মতামত
- দিন
- হত্যাকাণ্ড
- হৃদয়বিদারক