![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/05/20/8c1d2c624d16eab1e82d97ee419b0922-664b07eff1ea1.jpg)
বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, বিমান চলাচলে বিঘ্ন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২০ মে ২০২৪, ১৫:১০
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে। তাতে আজ সোমবার সকালে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইট অবতরণ করতে পারেনি। এ কারণে ওই বিমানের ঢাকাগামী অন্তত ৭০ যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েন। অন্যান্য কোম্পানির ফ্লাইটগুলো দুপুর পৌনে ১২টার দিকে স্বাভাবিক হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশনের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বজ্রপাত
- রানওয়ে
- সৈয়দপুর বিমানবন্দর