প্রেসিডেন্ট রাইসির মৃত্যু বদলে দিতে পারে ইরানের শাসনকাঠামো
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২০ মে ২০২৪, ১৪:৫৭
ইরান-আজারবাইজান সীমান্ত এলাকা পরিদর্শন করে ফেরার সময় বিরূপ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সরকারি গণমাধ্যম বলছে, জরুরি পরিস্থিতির কারণে কপ্টারটি পাহাড়ি ও বনভূমি এলাকায় ‘হার্ড ল্যান্ডিং’ করেছে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি গতি নিয়ে খাঁড়া ভূমিতে পড়েছে।
বৃষ্টি ও কুয়াশার মধ্যে উদ্ধারকাজ কঠিন ছিল। শেষ পর্যন্ত উদ্ধারকর্মীরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে পৌঁছান, তখন সেখানে কাউকে জীবিত পাওয়া যায়নি। রাইসির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও মারা গেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- ইরান
- প্রেসিডেন্ট