আমাদের সর্বজনীন আয়ের ব্যবস্থা রাখা উচিৎ: এআই গডফাদার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১৭:২৭
কৃত্রিম বুদ্ধিমত্তায় চাকরি হারানোর ঝুঁকি মোকাবেলায় এর বিপরীতে সরকারের একটি সর্বজনীন আয়ের ব্যবস্থা রাখা উচিৎ --এমনই দাবি ‘এআই গডফাদার’ খ্যাত কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিনটনের।
বিবিসি নিউজনাইট’কে দেওয়া সাক্ষাৎকারে হিনটন বলেন, সকল নাগরিককে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ দেওয়ার একটি ব্যবস্থা থাকা উচিৎ কারণ ‘এআই বাস্তব জগতের অনেক চাকরিই কেড়ে নিতে পারে’, এমন সম্ভাব্য ঝুঁকি নিয়ে তিনি শঙ্কিত।
“লন্ডনের ডাউনিং স্ট্রিট এলাকার অনেকেই আমার শরণাপন্ন হয়েছিলেন। আমি তাদের পরামর্শ দিই, এর জন্য ভালো একটি উপায় হতে পারে সর্বজনীন আয়ের ব্যবস্থা রাখা।”