অভিষেকে নজর কাড়লেন ইংল্যান্ডের ‘নতুন জফ্রা আর্চার’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১৬:৪৬

চোট জর্জরিত ক্যারিয়ারে সম্ভাবনার পূর্ণতা দেওয়ার পথে ছুটতেই পারছেন না জফ্রা আর্চার। দীর্ঘ বিরতি কাটিয়ে এখন তিনি আরেক দফা ফেরার লড়াইয়ে আছেন। এর মধ্যেই দৃশ্যপটে আবির্ভাব হয়ে গেলে আরেক আর্চারের। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সাড়া জাগালেন চে সিমন্স, বেশ আগে থেকেই ইংলিশ ক্রিকেটে যার পরিচিতি ‘নতুন জফ্রা আর্চার’ হিসেবে।’


কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ওয়ারউইকশায়ারের হয়ে এসেক্সের বিপক্ষে চেমসফোর্ডে শনিবার ১৫ বলের মধ্যে তিন উইকেট শিকার করেন সিমন্স। ২০ বছর বয়সী পেসারের প্রথম স্পেল ছিল ৬-২-১০-৩!


বোলিংয়ের ধরনে মিল তো আছেই, আর্চারের সঙ্গে সিমন্সকে মেলানোর বড় কারণ তার জীবনের পথচলাও। আর্চারের মতোই বারবাডোজে জন্ম ও বেড়ে ওঠা সিমন্সের। বারবাডোজের অনূর্ধ্ব-১৫ দলেও তিনি খেলেছেন। ফ্র্যাঙ্কলিন স্টিভেনসন একাডেমির হয়ে এক ম্যাচে স্রেফ ৫.৩ ওভারে প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটিই শিকার করে আলোচনার জন্ম দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও