অপেক্ষা ফুরোচ্ছে না রংপুরবাসীর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১৬:২৮

দুই বছরে বাস্তবায়নের কথা থাকলেও একে একে পেরিয়ে গেছে ৮ বছর। এরপরও শেষ হয়নি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। আসন্ন কোরবানির ঈদযাত্রায়ও ভোগান্তি থাকবে উত্তরাঞ্চলের মানুষের।


চলতি বছরের মার্চ পর্যন্ত প্রকল্পটির আর্থিক অগ্রগতি ১২ হাজার ৩২১ কোটি ৪০ লাখ টাকা। যা অনুমোদিত প্রকল্প ব্যয়ের মাত্র ৬৫ শতাংশ। প্রকল্পের বাস্তব অগ্রগতি ৭০ শতাংশ।


মূল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের আগস্টে। কিন্তু বার বার সময়-ব্যয় বাড়ায় এখনই স্বস্তি মিলছে না রংপুরবাসীর। নতুন করে ফের দুই বছর মেয়াদ বাড়ছে প্রকল্পের। তবে ২০২৫ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শতভাগ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যদিও আরও এক বছর প্রকল্পের সার্ভিস কাজের জন্য হাতে রাখছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও