![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/05/19/0978395ffac0de3fc0416a6bc7a9c5ec-664972f72b3f3.jpg)
ব্যস্ত সড়কে গাড়ির পথ আটকে দিল এক ভালুক
ব্যস্ত এক সড়কে গাড়িগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কারণ কোথা থেকে যেন রাস্তায় হাজির হয়ে গিয়েছিল একটি ভালুক। এমন কাণ্ড ঘটে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে।
মঙ্গলবার, ১৪ মে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিউহল অ্যাভিনিউর কাছে ১৪ ফ্রিওয়ে। দিনের ব্যস্ততম সময়, সড়কটিতে প্রচুর গাড়ির ভিড়। কিন্তু ঠিক তখনই যানবাহনের চালক ও যাত্রীদের চমকে দিয়ে হেলতে-দুলতে রাস্তাটিতে উঠে আসে একটি ভালুক। ভিডিওতে দেখা যায়, ফ্রিওয়েতে যানবাহনের সামনে দিয়ে খুব ধীরেসুস্থে হেঁটে যাচ্ছে প্রাণীটি। সারি সারি গাড়ি দেখেও বিন্দুমাত্র বিকার ছিল না এর। তারপর অবশ্য এটি রাস্তা পেরিয়ে পাহাড়ের দিকে চলে যায়।
- ট্যাগ:
- জটিল
- রাস্তা
- ভালুক
- বিচিত্র ঘটনা