ছবি ও ভিডিও বিনিময়ের জন্য ইনস্টাগ্রাম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম। প্রয়োজনে অনেকেই একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে বারবার আলাদাভাবে প্রতিটি অ্যাকাউন্টে ঢুকে তথ্য দেখা সময়সাপেক্ষ। অনেকে এ জন্য একাধিক স্মার্টফোনও ব্যবহার করেন। তবে ইনস্টাগ্রাম অ্যাপেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে এবং খুব সহজে অ্যাপেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাওয়া যায়। দেখে নেওয়া যাক কীভাবে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।
প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে যেতে হবে। নিচে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। পরের পেজের ওপর প্রদর্শিত তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। প্রদর্শিত অপশন থেকে অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করতে হবে। প্রোফাইলস নির্বাচন করতে হবে।