মুখভঙ্গি দিয়ে কারসর নিয়ন্ত্রণের সুবিধা যোগ হবে অ্যান্ড্রয়েডে
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ২০:১৭
গুগলের ‘প্রজেক্ট গেমফেস অ্যাকসেসিবিলিটি’–সুবিধা শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যোগ হবে বলে ঘোষণা দিয়েছে গুগল। এ সুবিধার ফলে মাথার নড়াচড়া ও মুখের অভিব্যক্তি দিয়ে মাউসের কারসর নিয়ন্ত্রণ করা যাবে। এখন এ সুবিধা ওপেন সোর্স অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য উন্মুক্ত রয়েছে।
ডেভেলপাররা তাঁদের অ্যাপে এখন এই অ্যাকসেসিবিলিটি–সুবিধা যোগ করতে পারবেন। যার ফলে সেই অ্যাপে মুখের অভিব্যক্তি ও মাথার নড়াচড়া দিয়ে কারসর নিয়ন্ত্রণ করা যাবে। যেমন মুখ খুলে কারসর সরানো যাবে এবং ভ্রু নাড়িয়ে ক্লিক করা যাবে বা কোনো কিছু টেনে বসানো যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যান্ড্রয়েড
- সুবিধা
- নিয়ন্ত্রণ