![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252F49be4e06-ccf7-4553-b4c5-fae4a41a5570%252FGoogle.jpg%3Frect%3D48%252C0%252C801%252C534%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
সার্কেল টু সার্চের মতো সুবিধা আনতে কাজ করছে গুগল ক্রোম
ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ওয়েব ব্রাউজারে কাঙ্ক্ষিত কোনো কিছু সহজে খুঁজে পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন সুবিধা আনতে কাজ করছে গুগল ক্রোম। জানা গেছে, অ্যান্ড্রয়েডের সার্কেল টু সার্চের মতোই নতুন একটি সংস্করণ গুগল ক্রোমে যুক্ত হতে পারে।
লিওপেভা ৬৪ নামের অ্যাকাউন্ট থেকে এক্সে নতুন এ সুবিধা যোগ হতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, গুগল ক্রোম নতুন একটি ‘লেন্স ইউআই (ইউজার ইন্টারফেস)’ নিয়ে পরীক্ষামূলক কাজ করছে। এটি অ্যান্ড্রয়েডের সার্কেল টু সার্চ সুবিধার মতোই। নতুন এ সুবিধায় গুগল ক্রোমের টুলবারে একটি নির্দিষ্ট লেন্স বাটন থাকবে। গুগলের এই লেন্স বাটন নির্বাচন করার সঙ্গে সঙ্গেই কারসরে একটি সার্চ আইকন দেখা যাবে। এরপর ব্যবহারকারী যে অংশ সম্পর্কে তথ্য জানতে চায়, সেই অংশ নির্বাচন করে টেনে আনতে হবে (ড্র্যাগ করা)। এরপর নির্বাচিত অংশের সঙ্গে সম্পর্কিত ফলাফল ডানদিকের একটি পপআপ বক্সে প্রদর্শিত হবে।