You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তান সুপার লিগে দল বাড়ছে

২০১৬ সাল থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) এবার আরেকটু বড় করার সিদ্ধান্ত নিলো দেশটির বোর্ড। বর্তমানে এই প্রতিযোগিতা হয় ৬টি দল নিয়ে, কিন্তু ২০২৬ সাল থেকেই লিগে আরও দুটি দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ২০২৫ সালেই শেষবার ৬টি দল নিয়ে হবে পাকিস্তান সুপার লিগ।

২০১৮ সালে মুলতান সুলতানস দলকে অন্তর্ভুক্ত করে ৬টি দল করা হয় পিএসএলে। ২০২৫ সালে ১০ বছর পূর্ণ হবে এই লিগের। এরপরই একাদশ সংস্করণ থেকে দলের সংখ্যা বাড়বে পিএসএলে। এদিকে ফ্র্যাঞ্চাইজি চাইলে বর্তমান মূল্য অনুযায়ী দল বিক্রি বা মালিকানা হস্তান্তরও করতে পারে পিএসএলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন