You have reached your daily news limit

Please log in to continue


১৭ বছর আগে ঢাকার রাস্তায় স্কেটিং করে ভাইরাল মিনান এখন কী করছেন

মিনান আরার স্বপ্ন অজেয়কে জয়ের। ঝুঁকি নিতে মিনানের ক্লান্তি নেই। কয়েক কিলোমিটার দৌড়ে গিয়ে লাফিয়ে উঠছেন প্রায় চলন্ত লঞ্চে, ছবি তুলছেন ভয়ংকর প্রাণী গলায় পেঁচিয়ে, যৎসামান্য টর্চের আলোয় ভরসা করে মধ্যশীতের রাতে বাস থেকে নেমে পড়ছেন নদীঘাটে একা।

তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে তাঁর পায়ের তলায় থাকা স্কেটিংয়ের গতি। স্কেট পায়ে সাঁই সাঁই করে বাতাস কেটে এগিয়ে যান মিনান, যান্ত্রিক রাজধানীর পথে সব প্রতিবন্ধকতা সরিয়ে। এই গতিই তাঁকে স্বপ্ন দেখায়, বাংলাদেশের মেয়েরা একদিন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করবেন স্কেটিংয়ে। ২০০০ সালে রাজধানীর শান্তিনগরে মিনান শুরু করেছিলেন স্কেটিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন