You have reached your daily news limit

Please log in to continue


দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের

আগের রাউন্ডে মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তাই আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচের পরই কিংসকে চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগে আরো দুই রাউন্ড খেলা বাকি। লিগ শেষ হওয়ার আগেই ঘরোয়া ফুটবলে ট্রফি হস্তান্তর কখনো হয়নি। ফলে বিশেষ এক ঘটনাই ঘটছে আজ।

ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ নেই। সেই দ্বৈরথ এখন পরিণত হয়েছে আবাহনী-কিংসে। লিগ শেষ হওয়ার আগেই কিংসের হাতে ট্রফি তুলে দিচ্ছে বাফুফে, কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বি আবাহনী নিশ্চুপই। কোনো ক্লাব বা ফুটবলসংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিক কোনো আপত্তি না তুললেও ফুটবলাঙ্গনে চলছে এ নিয়ে আলোচনা। লিগের পরের দুই ম্যাচে অনেক ঘটনাই ঘটতে পারে। খেলার এক পর্যায়ে অস্বীকৃতি জানিয়ে মাঠ ত্যাগ, ওয়াকওভার এমনকি প্রতিপক্ষকে সমঝোতায় পয়েন্ট দেয়া অথবা তৃতীয় কোন দলের সুবিধা/অসুবিধার জন্য পয়েন্ট ছেড়ে দেয়ার ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে উড়িয়ে দেয়া যায় না। এতে শিরোপা হস্তান্তর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন