![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-09%252Fcd228b85-e395-45d7-906f-99cf1fdac73c%252FWhatsApp_Image_2023_09_24_at_12_53_23_PM.jpeg%3Frect%3D82%252C0%252C1080%252C720%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বাড়ি পাননি ‘দিলারাম’ শিল্পী হামিদা বানু
লোকসংগীতশিল্পী হামিদা বানুর মাথা গোঁজার ঠাঁই নেই। এক বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন; মেয়েকে নিয়ে সেই বাড়িতেই সাময়িক আশ্রয় পেয়েছেন।
ঠিকানাহীন হামিদা বানুকে ৯ মাস আগে সুনামগঞ্জ সদরে আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়ি দেওয়ার আশ্বাস দিয়েছিল সুনামগঞ্জ জেলা প্রশাসন। তবে এখনো বাড়ি পাননি তিনি; আদৌ পাবেন কি না—তা নিয়েও অনিশ্চয়তায় দিন গুজরান করছেন ৪৮ বছর বয়সী হামিদা।
- ট্যাগ:
- বিনোদন
- আশ্রয়ন প্রকল্প