শিক্ষায় ছেলেদের অংশগ্রহণ কমছে কেন?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ০৯:৪৭
পড়ালেখা চালিয়ে যেতে পারলে এ বছর অন্য ২০ লাখ শিক্ষার্থীর মত এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ার শরীফের। কিন্তু এক সময়ের সহপাঠীরা যখন পরীক্ষার ফলাফল আর উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে ভাবছে, শরীফ তখন ব্যস্ত ঢাকার মিরপুরের একটি গার্মেন্টসের কাজ নিয়ে।
তার মা গৃহকর্মী সুরমা বেগম বললেন, ছেলেকে তিনি মিরপুরের ক্যাপিটাল মডেল স্কুলে ভর্তি করিয়েছিলেন। কিন্তু ছেলের আগ্রহ ছিল না পড়ায়।
“পোলাপাইন না চাইলে তো পড়ানো যায় না। বাজে পোলাপাইনের লগে ঘোরাফেরা শুরু করছিল। পরে কামে দিয়া দিছি।”