লাগাতার আন্দোলনে যেতে আরো সময় নেবে বিএনপি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ মে ২০২৪, ২০:৩৯

৭ জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী আন্দোলন সফল না হওয়ার পেছনে সাংগঠনিক নাকি নেতৃত্বের ব্যর্থতা ছিল— তা নিয়ে এখনও বিএনপিতে পর্যালোচনা চলছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিকদের সঙ্গে নতুন করে বোঝাপড়া বাড়াতে ধারাবাহিক বৈঠক করছে দলটির শীর্ষ নেতারা। এ অবস্থায় সরকারবিরোধী লাগাতার আন্দোলন কর্মসূচিতে নামতে আরো সময় নেবেন তারা। তবে, ইস্যু ও দিবসভিত্তিক নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবে দলটি।


একাধিক বিএনপিনেতার সঙ্গে কথা বলে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ও পরে নিজেদের ভুলত্রুটি কোথায় ছিল, কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল কি না— দলের স্থায়ী কমিটিতে সেসব বিষয় নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। ভুল শুধরে দলকে গুছিয়ে কীভাবে আগামী দিনে আন্দোলনের মাঠে নামা যায় তারও পরিকল্পনা শুরু হয়েছে। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং বর্তমান সরকারকে বহির্বিশ্ব কীভাবে মূল্যায়ন করছে, সেটার বিশ্লেষণ চালাচ্ছে দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও