You have reached your daily news limit

Please log in to continue


কানাডা শেষে অস্ট্রেলিয়া-আমেরিকায় যাচ্ছে ব্যান্ড আর্টসেল

দেশের প্রথমসারির জনপ্রিয় ব্যান্ড আর্টসেল তাদের পথচলার ২৫ বছর উদযাপন করছে। তারই অংশ হিসেবে বর্তমানে কানাডায় সফর করছেন তারা। কানাডার টরন্টো, হ্যামিল্টন, উইনিপেগ, ভ্যাঙ্কুভারে ইতোমধ্যে ৫টি সফল কনসার্ট করেছে আর্টসেল। প্রত্যেকটি শো সোল্ড আউট ছিল। মে মাসের বাকি সময়ে রিজাইনা, সাসকাটুন, সেইন্টজনস নিউ ফাউন্ড ল্যান্ড এবং হ্যালিফ্যাক্সে আরও চারটি শোতে অংশ নেবেন তারা।

ইতোমধ্যে ব্যান্ডের ২৫ বছর পূর্তির এই ওয়ার্ল্ড ট্যুর সম্প্রসারণের বিষয়ে পরিকল্পনা করছে আর্টসেল বাহিনী। কানাডার পরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ট্যুরে যাচ্ছে আর্টসেল বাহিনী। সে বিষয়ে আলাপ-আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ঠিক থাকলে আর্টসেল চলতি বছরের জুলাই মাসেই আমেরিকা ট্যুর করবে। সেই সফরে কনসার্টের সংখ্যা কানাডা সফরের চেয়ে বেশি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন