ফেসবুকে কেনাকাটার সময় প্রতারণা এড়াতে যা করবেন
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক এখন জীবনযাপনের অনিবার্য অনুষঙ্গ। বার্তা পাঠানো থেকে শুরু করে কেনাকাটার বড় মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। ফেসবুকের কেনাকাটার জায়গা ‘মার্কেটপ্লেস’ থেকে সরাসরি বিভিন্ন পণ্য কেনার সুযোগ আছে। ফেসবুকের তথ্যমতে, ২৫ কোটির বেশি ভার্চ্যুয়াল দোকান রয়েছে ফেসবুকে। সেসবে প্রতি মাসে ১০০ কোটির বেশি কেনাকাটা হচ্ছে। ফেসবুক মার্কেটপ্লেস পণ্য বিকিকিনির দারুণ একটা জায়গা হলেও সেখানে প্রতারণার ঘটনা হরহামেশাই ঘটছে। স্মার্টফোন থেকে শুরু করে ঘরের আসবাব, সৌন্দর্য পণ্য আর শৌখিন পণ্য কেনাকাটার সময় প্রতারণার শিকার হওয়ার ঘটনাও ঘটে এই ভার্চ্যুয়াল বাজারে। তবে একটু সতর্ক থাকলে ফেসবুকে কেনাকাটার সময় প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
কেনার আগে যা খেয়াল রাখবেন
অ্যাকাউন্ট আসল কি না, দেখুন প্রথমে। ফেসবুক মার্কেটপ্লেসে বিকিকিনির জন্য ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হয়। ফেসবুক নিজে থেকে বিক্রেতার তথ্য যাচাই করে না, তাই প্রতারক বা স্ক্যামাররা নকল প্রোফাইল দিয়ে পণ্য বিক্রির চেষ্টা করে। কিছু কেনার আগে বিক্রেতার প্রোফাইল দেখুন। পণ্য কেনার জন্য বার্তা পাঠানোর আগে বিক্রেতার তথ্যের জন্য প্রোফাইল পরীক্ষা করুন। প্রোফাইলে ছবি ও তথ্য না থাকলে সতর্ক থাকুন। আবারও বিস্তারিত তথ্যাদি না থাকলেও সতর্ক থাকুন।